সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ২২:৫৬
অবৈধভাবে ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদক-এর মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অবৈধভাবে ও জ্ঞাত আয়বহির্ভূত ছয় কোটি ১০ লাখ পাঁচ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া তিনি নিজ নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক সাতটি হিসাবের মাধ্যমে ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা উত্তোলনসহ সর্বমোট প্রায় ৪১ কোটি লেনদেন করেছেন।
এই টাকা তিনি সংসদ সদস্য থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করে তার অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও (৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন করা হয়েছে।
এছাড়া, আবুল কালাম আজাদের স্ত্রী মোছা: রুহুল আরা রহিমের উৎসবিহীন ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার সম্পদ পাওয়া যায়। যার বৈধ ও গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। ফলে মোছা: রুহুল আরা রহিমের অর্জিত সম্পদের উৎসসমূহ সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণের লক্ষ্যে তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন করা হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা