০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জিয়া ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের আবারো শুনানি আগামীকাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া - ছবি : সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি অসমাপ্ত অবস্থায় আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আগামীকালের আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে খালেদা জিয়ার আপিল শুনানি জন্য থাকবে বলে আদেশ দিয়েছেন আপনি বিভাগ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন অসীম, গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভূঁইয়া, মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।

শুনানির বিষয় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তারপরও রাজনৈতিক ইস্কিমের অংশ হিসেবে নির্বাচন থেকে দূরে রাখতে এ মামলায় তাকে সাজা দেয়া হয়।

তিনি বলেন, পাক-ভারত উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে হাইকোর্ট নিম্ন আদালতে দেয়া পাঁচ বছরের সাজা বৃদ্ধি করে দশ বছর করা হয়। আর হাইকোর্ট অনুমানের উপর ভিত্তি করে তাকে এ সাজা দিয়েছে। অথচ ফৌজদারী মামলায় অনুমানের ভিত্তিতে কাউকে সাজা দেয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি আপিল বিভাগে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন।

 


আরো সংবাদ



premium cement
বিগত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা ইজতেমা মাঠে সঙ্ঘর্ষ : সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের আগাম জামিন ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তদন্ত কমিটি আড়াইহাজারে বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মোল্লার স্মরণে দোয়া মাহফিল লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১ কাউখালীতে চাঁদাবাজি রুখতে বিএনপির মাইকিং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত মোংলায় হরিণের গোশতসহ আটক ৬

সকল