০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেফতার

- ছবি - ইন্টারনেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্মরণীতে বায়োবিড কোম্পানির অফিস সহকারী সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেট এর দক্ষিণ পাশে রবীন্দ্র স্মরনী রোডের রাস্তার ওপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এসময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা আমোদ আলী মামলা দায়ের করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সমাজের গভীর বিভক্তি দূর করতে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন প্রয়োজন অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি স্থানীয় নির্বাচন চায় না আয়কর দেন না এমন ব্যবসায়ীদের চিহ্নিত করতে এনবিআরকে নির্দেশ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল সীমান্তে বাংলাদেশীকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত এনসিটিবির লট বিভ্রাটে পাঠ্যবই মুদ্রণে বিলম্ব সংস্কার শেষে ভালো অবস্থানে যাবে শেয়ারবাজার : অর্থ উপদেষ্টা ময়মনসিংহে যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ সেনাপ্রধানের হাসিনাসহ ১৬ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চাই : প্রধান বিচারপতি

সকল