০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এলআরএফ নেতারা - ছবি : নয়া দিগন্ত

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (৫ জানুয়ারি) সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতি এলআএরফ নেতাদের বলেন, ‘আপনাদের প্রেস কাউন্সিলের দিকে নজর দেয়া উচিত। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল। চতুর্থ স্টেটে সাংবাদিকরা বিরাট স্টেক হোল্ডার। এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন এলআরএফ’র ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দফতর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না। এছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো: মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আবদুল হাকিমকে নিয়োগ দেয় সরকার।

বই জীবনের পরিপূরক : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘আমি সব সময় মনে করি বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেইসব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোনো অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয় কোনো অধ্যায় আপনি বোঝেননি তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাধে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেই সাথে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) আয়োজিত বইমেলার উদ্বোধন করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপরে বই লেখার আহ্বান জানান। একপর্যায়ে তিনি বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় তার সাথে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো: মাহফুজুর রহমান মিলন।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বইমেলার আয়োজন শুরু হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ছিলেন। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘আইন পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। এ মেলা আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হয়। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে লেখা বই স্টলে রাখা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বইমেলায় এবার ৪৮টি স্টল রয়েছে। বইমেলায় আইন, রাজনীতি, শিশু- সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বই পাওয়া যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement