০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত - ছবি : বাসস

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো: শাকিব নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রমনা থানায় করা মামলায় এ নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুযারি) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান তার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পর দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য আসামিরা দা লাঠি দেশী-বিদেশী অস্ত্রসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে লাঠিপেটা ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় মো: শাকিব আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন তার দলীয় নেতাকর্মীরা ও ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ১১ ডিসেম্বর মো: শাকিব রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনকে আসামি করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারি নামকরণ দাবি আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা এবং ছবি না থাকা পরিকল্পনার অংশ গাজীপুরে বেতনভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ পাবনায় টুকুর জামিন নামঞ্জুর জুতা ও ডিম নিক্ষেপ! তামিম-মুশফিকে জিতল বরিশাল পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সুমন গ্রেফতার ওয়ারী ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ ফেব্রুয়ারি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ফুরফুরা শরিফের পীরের ওফাত দিবস আজ মৃত্যুবার্ষিকী : আবু জাহীদ কাদরী মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত : নোবিপ্রবি ভিসি

সকল