০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত - ছবি: বাসস

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুযারি) ঢাকা মহানগর দায়রা জজ মো: জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষাপটে এ আদেশ দেন। এর আগে গত ২৩ ডিসেম্বর আদালত মহিউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক-এর সহকারী পরিচালক মো: মনিরুল ইসলাম আসামি নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি নূরজাহান বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং অসৎ উপায়ে উপার্জিত এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম পৃথক দু’টি মামলা করেন। মহিউদ্দিনের বিরুদ্ধে দু’ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নূরজাহানের এক কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ব্যাংকটি থেকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারি নামকরণ দাবি আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা এবং ছবি না থাকা পরিকল্পনার অংশ গাজীপুরে বেতনভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ পাবনায় টুকুর জামিন নামঞ্জুর জুতা ও ডিম নিক্ষেপ! তামিম-মুশফিকে জিতল বরিশাল পালাতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সুমন গ্রেফতার ওয়ারী ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ৮ ফেব্রুয়ারি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ফুরফুরা শরিফের পীরের ওফাত দিবস আজ মৃত্যুবার্ষিকী : আবু জাহীদ কাদরী মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত : নোবিপ্রবি ভিসি

সকল