০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যা : প্লেজেনের সিইওসহ ২ জন কারাগারে

দীপ্ত টিভির কর্মকর্তা তামিম হত্যা : প্লেজেনের সিইওসহ ২ জন কারাগারে - ছবি : সংগৃহীত

বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লেজেন প্রোপার্টিসের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন তারা। মেয়াদ শেষ হওয়ায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষে আবরার খান তাসলিম জামিনের বিরোধীতা করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন তামিমের বাবা মামলার বাদী সুলতান আহমেদ। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফাইজুর আহমেদ ও ইব্রাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, তিনজন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিস একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেয়ার কথা ছিল, কিন্তু জমির মালিক নিহত তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৮৫৪৩, আহত ১২৬০৮ ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান চলাচল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সৌমিক আর নেই ঘুষের মামলা : সাজা হবে ট্রাম্পের, তবে কারাগারে না পাঠানোর ইঙ্গিত কু‌ড়িগ্রা‌মে স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমায় খুশি ক্রেতারা ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সারজিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিনের ইন্তেকাল মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের বিরতি : মাঠে ফিরেছেন শ্রমজীবীরা

সকল