০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬
`

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি-পটকা ফুটানো বন্ধের ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

-

থার্টিফার্স্ট নাইটে রাজধানীর বাসা-বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে সমাগম বন্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আতশবাজি, পটকা, ককটেলের ব্যবহার বন্ধেও নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদন করেছিলেন আইনজীবী মো: আশরাফ উজ জামান।

আইনজীবী মো: আশরাফ উজ জামান বলেন, ‘রাত ১০টা থেকে রাস্তা, পার্কসহ উন্মুক্ত স্থানে জনসমাগম করা হওয়া যাবে না। বাসা বা ভবনের ছাদে হোটেলে বা রিসোর্টে জন সমাগম হয়ে আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চ শব্দে কানো অনুষ্ঠান করা যাবে না। মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইজিপিকে হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।’

রিটের পর আইনজীবী আশরাফ উজ জামান জানান, ‘এই রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।’

পাশাপাশি ওই দিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও এই রিটে চাওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে রাজধানীর বাসা-বাসা বাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্ত স্থান, পার্কে আতশবাজি, পটকা ফুটানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

রিটে, জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিলেটে ছাত্র-জনতার উপর হামলায় সাবেক মেয়রসহ ৬৩ জনের নামে মামলা সিরিয়ায় পৌঁছেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, পথে জার্মান বেয়ারবক যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল ডেঙ্গুতে আরো একটি মুত্যুশূন্য দিন, হাসপাতালে ২৩ কুয়াশায় দুর্ঘটনা এড়াতে যেসব নির্দেশনা দিলো রেলওয়ে ড. মাসুদের অনুরোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন আজহারী নতুন বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সেলিম উদ্দিন সুন্দরবনে কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ‘বেআইনি’ সিলেটে সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আনা আটক কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সকল