০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ গ্রেফতার ৩

বিটকেলসহ আটক তিন আসামি। - ছবি : নয়া দিগন্ত

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ডিএমির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আসাদুল ওরফে বিটকেল (৩৪), হিমেল প্রধান (২৭) ও ৩ সোহেল (৩০)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুল ওরফে বিটকেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও হিমেল প্রধানের বিরুদ্ধে ছিনতাইয়ের দু’টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement