ভারতে পি কে হালদারের জামিন আবেদনের শুনানি শেষ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:০৭

অর্থপাচারের অভিযোগে ভারতে গ্রেফতার হওয়া বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)।
তবে তিনি জামিন পাবেন কি না, সে রায় এখনো দেননি বিচারক।
বৃহস্পতিবার আদালতে ভারতেরর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষে সরকারি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জামিনের বিরোধিতা করে বলেন, ‘বাংলাদেশে পি কে হালদারের সাজা হয়ে গেছে, তাই ভারতেও তিনি জামিন পেতে পারেন না।’
‘আমরা আদালতের কাছে এই যুক্তি তুলে ধরেছি। কিন্তু বিচারপতি রায় ঘোষণা করেননি এখনো,’ জানিয়েছেন তিনি।
অন্যদিকে পি কে হালদারের পক্ষে শুনানি করা অন্যতম আইনজীবী বিশ্বজিৎ মান্না বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘যে ধারায় পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে। ভারতের নতুন আইন অনুযায়ী সর্বোচ্চ সাজার এক-তৃতীয়াংশ কারাগারে থাকা হয়ে গেলে তিনি জামিন পেতে পারেন। ইতোমধ্যেই দু’বছর চার মাস তিনি কারাগারে আছেন, তাই জামিন পাওয়ার অধিকার আছে তার।’
আগামী জানুয়ারির ৯ তারিখে পি কে হালদারকে সশরীরে আদালতে হাজির করতে হবে। তারপরেই অর্থ পাচারের মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
২০২২ সালে ১৪ মে ভারতের অশোকনগরে পি কে হালদার গ্রেফতার হন।
গত বছরের ৮ অক্টোবর পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ১০ বছর ও অর্থ পাচারের অপরাধে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। এছাড়া এই মামলার বাকি ১৩ আসামিকে আদালত সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন।