০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

পঞ্চদশ সংশোধনীর যা যা বাতিল হয়েছে

- ছবি - ইন্টারনেট

পঞ্চদশ সংশোধনী থেকে যেসব বিষয় বাতিল হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন। এর অর্থ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথে বাধা কমলো। সেইসাথে, সংবিধানের ৭ এর ক ও খ অনুচ্ছেদও বাতিল করার পাশাপাশি গণভোটের বিধান ফেরানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না’ মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন।

রিটকারীদের একজন সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার পরে সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করার মাধ্যমে এবং সংবিধানের ৭ (ক)- এর মাধ্যমে ‘কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছিল।’

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি না- এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘এটি নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি, তার ওপর। গণতন্ত্র ফিরে আসা মানে পরিবর্তন। আমরা যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি আচরণে পরিবর্তন আনেন, তাহলে গণতন্ত্রে পরিবর্তন আসবে।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement