যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬, আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮
আগামী ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক যাত্রাবাড়ী থানা ওসি আবুল হাসানকে গণহত্যা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের সময় সবচেয়ে বড় গণহত্যাটি হয়েছিল যাত্রাবাড়ী থানা এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকা প্রায় চার শতাধিক মানুষকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান এ বিষয়ে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এর সাথে আরো সম্পৃক্ত ছিলেন তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন।’
এসময় তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে তাঈম ভূঁইয়া নামক এক যুবককে আহত অবস্থায় বুকে গুলি করা হয় ও এরপরে থানায় নিয়ে নির্যাতন করে তার মৃত্যুর নিশ্চিত করা হয়, এ সংক্রান্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল তার সম্পৃক্ততা পেয়েছে।
‘আবুল হাসানকে আজ দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। কিভাবে, কার নির্দেশে, কাদের দ্বারা এবং কেন তারা এ নির্মমতা করেছে। তারা গোলাবারুদ কোথায় পেয়েছে, কত রাউন্ড গুলি চালিয়েছে, সেসব বিষয় তথ্য উদঘাটনে তাকে আগামী ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হাজির করে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হলে তা মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত,’ বলেন তিনি।
একই সাথে, এ বিষয়ে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি দাখিলের জন্য আগামী ১৫ জানুয়ারি আদালত দিন ধার্য করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর।
এর আগে, গত ৪ ডিসেম্বর আবুল হাসানকে ট্রাইব্যুনালে প্রথমবারের মতন হাজির করা হলে গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা