প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৪১
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ-এর নেতৃত্বে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো: মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কমিশনের সদস্যরা মত বিনিময় করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা