০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলসহ ৮৩ জনকে অব্যাহতি

- ছবি : বিবিসি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির ৮৩ জন নেতাকর্মী।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে এক সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো: ছানাউল্লাহ তাদের অব্যাহতির আদেশ দেন।

২০২৩ সালের গত ২৮ অক্টোবর জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে সমাবেশ ডেকেছিল বিএনপি।

সেদিন সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় কাকরাইল মোড়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়।

আগুন দেয়া হয় পুলিশ বক্সে। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয়া হয়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন।

ওই ঘটনায় বিএনপির ৭২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন রমনা মডেল থানার তৎকালীন এসআই মফিজুর রহমান।

পরে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ১১ জনকে ওই মামলায় গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষে গত ২৮ অক্টোবর ফখরুলসহ ৮৩ জনের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement