০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সব জেলায় চিঠি

আইন মন্ত্রণালয় - ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারাদেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা সব মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের তৈরি করে দেয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা [email protected] ঠিকানায় তা পাঠানোরঅনুরোধ করা হয়েছে চিঠিতে।

আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গতকাল সোমবার এই চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না জানিয়ে উক্ত মামলাগুলোর জরুরি ভিত্তিতে তথ্য পাওয়া একান্ত আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement