আ’লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সব জেলায় চিঠি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২০
আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারা দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা সব মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের তৈরি করে দেয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা [email protected] ঠিকানায় তা পাঠানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।
উপসলিসিটর সানা মো: মারুফ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে সোমবার (২ ডিসেম্বর) এ তালিকা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।
এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না জানিয়ে উক্ত মামলাগুলোর জরুরি ভিত্তিতে তথ্য পাওয়া একান্ত আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি