২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ড. মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা হাইকোর্টে বাতিল

ড. খন্দকার মোশাররফ হোসেন - ছবি - ইন্টারনেট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মারুফ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ২০১৭ সালে হাইকোর্ট এই মামলা স্থগিত করে রুল দিয়েছিলেন। আজ রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট মামলা বাতিল করে রায় দিয়েছেন।

২০১৪ সালের ২৭ অক্টোবর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়। ঢাকা মহানগর হাকিম আতাউল হক এই অভিযোগ গঠন করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মোশাররফ বলেন, ‘যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে ইসকন : মামুনুল হক ইসলামি আন্দোলনকে নিঃশেষ করতে আ'লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে : মাসুদ সাঈদী বাড়ল স্বর্ণের দাম নিরাপদ অঞ্চলই রোহিঙ্গা সঙ্কটের সমাধান ‘ফ্যাসিবাদের দোসরদের জামিন হওয়ার বিষয়টি দুঃখজনক’

সকল