১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ

আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ - ছবি : সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৩ নভেম্বর আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এরও আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছিল, অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেয়ার জন্যও নোটিশে আহ্বান জানানো হয়েছিল।

নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিন সময় বেঁধে দেয়া হয়। ওই নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদনটি করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সাথে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ‘মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে’ গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান জি-২০ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ বৈঠকে উঠছে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল জাতিসঙ্ঘের আলোচনায় কৃষকদের জন্য জলবায়ু তহবিলের অংশ দাবি কক্সবাজারে সাবেক প্রতিমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আ’লীগ নেতা আটক টেকনাফে ৩১ নারী-পুরুষ উদ্ধার, আটক ২ অপহরণকারী উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ

সকল