১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বায়রার নির্বাচনের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়ল

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে বায়রার নির্বাচন নিয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বহাল থাকবে।

আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। অপরপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সির (বায়রা) নির্বাচনী কার্যক্রমের ওপর ১৮ নভেম্বর পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। আজ সে স্থিতাবস্থা বৃদ্ধি করে আদেশ দেন সর্বোচ্চ আদালত।

গত ৫ নভেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সির (বায়রা) নির্বাচনী তফসিল স্থগিত করেন হাইকোর্ট। সংগঠনটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৮ আগস্ট বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করেনি হাইকোর্ট। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি।

গত ২৫ জুন বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ষোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ‘মার্কিন আস্থা ক্ষুণ্ণ করবে’ গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান জি-২০ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ বৈঠকে উঠছে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল জাতিসঙ্ঘের আলোচনায় কৃষকদের জন্য জলবায়ু তহবিলের অংশ দাবি কক্সবাজারে সাবেক প্রতিমন্ত্রী গাজীর এপিএস গ্রেফতার ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আ’লীগ নেতা আটক টেকনাফে ৩১ নারী-পুরুষ উদ্ধার, আটক ২ অপহরণকারী উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আদানির সাথে আ’লীগ সরকারের করা চুক্তি পর্যালোচনার নির্দেশ

সকল