ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রতিনিধিদলের সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২৪, ২১:১৭
বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনার লক্ষ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যরা বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাত সদস্যের এক প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেছেন।
কমিশনের সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক বুধবার বাসস’কে একথা জানান।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর ডেভিড ম্যান্ডেল এন্থোনি, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, সিনিয়র অ্যাডভাইজার জেনিফার গ্লডেম্যানস, লিগ্যাল অ্যাডভাইজার নুরান চৌধুরী ও গালিব আমিদ, এবং রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজার রাহুল কেইল ও সেররা সেথলিকাই।
বৈঠকে ফৌজদারি বিচার ব্যবস্থাকে কিভাবে জনবান্ধব করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মানবাধিকার বিষয়ক সুরক্ষা ব্যবস্থার ব্যপারে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিনিধিদল আলোচনা করেন।
এছাড়াও, মামলাজট নিরসনে তারা কমিশনের কর্মপরিকল্পনা জানতে চান এবং এ বিষয়ে কমিশনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন বলে জানান কমিশন সচিব।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) কমিশনের সাথে বৈঠক করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসময় তিনি উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন দ্রুত প্রণয়ন করা এবং ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে ঢালাওভাবে অনেককে মামলার আসামি করার প্রবণতা কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে কমিশনের কাছে পরামর্শ চান।
পাশাপাশি, তিনি কমিশনের কাজের সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে, ১০ নভেম্বর এফবিসিসআইয়ের প্রতিনিধিদলের সাথে আলোচনায় বসে বিচার বিভাগ সংস্কার কমিশন। এসময় ব্যবসায়িক কাজে গুরুত্বপূর্ণ এমন সকল লাইসেন্স যেমন- সরকারের বিভিন্ন অধিদফতরের অনুমতিপত্র, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রেরণ ও নবায়নের নিয়ম সহজীকরণ নিয়ে আলোচনা হয় বলে জানান কমিশনের সচিব।
আগামী ১৮ নভেম্বর ইউএনডিপির সাথে কমিশনের আলোচনায় বসার কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া হয়েছে বলে বাসসকে জানান তিনি।
সূত্র : বাসস