০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ব্যারিস্টার খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি

ব্যারিস্টার খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি - ছবি : বাসস

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ইমরার আহম্মেদ তাদের অব্যাহতি দেন।

আজ বুধবার আদালতের কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কোতয়ালী থানায় উপ-পরিদর্শক মো: শাহাবুদ্দিন হাওলাদার এ মামলা করেন। চলতি বছরের ১০ অক্টোবর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি করে গত ৩ নভেম্বর আসামিদের অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতি পাওয়া অন্য আইনজীবীরা হলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো: ওমর ফারুক, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মো: মহসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ আল-মামুন, শাম্মী আক্তার, মোসা. হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউসুফ সরকার, আজাহারউদ্দিন রিপন, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, কাজী পনির, এস এম হুমায়ুন কবির, মোসা. তাহমিনা আক্তার হাসমি, হাফিজুর রহমান হাফিজ, তৌহিদুর রহমান তৌহিদ, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফিক, মোসা. খুকি, যাদু, নুরুজ্জামান, অ্যাডভোকেট জাবেদ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট ইব্রাহীম স্বপন, অ্যাডভোকেট সাঈদ আবু জাফর রিজভী, অ্যাডভোকেট আল ফয়সাল সিদ্দিক, অ্যাডভোকেট এমডি কাইয়ুম, দেলোয়ার জাহান রুমি, এ আর রায়হান, আমির, আব্দুর রশিদ, নুরুজ্জামান তপন, মাজিদুর রহমান মাজেন, তানভীর সোহেল, মোসা. রওশন দিল আফরোজ, সেলিম চৌধুরী, শাহাদাত হোসেন আদিল, আব্দুল বাছেদ রাখি, শেখ আলাউদ্দিন, রফিক, ইলিয়াছ, আফজাল মৃধা, টিপু সুলতান, আশরাফ জালাল খান মনন, শিপন, লুৎফর, লতিফ ভূঁইয়া, মাহাবুব উদ্দিন, পাপ্পু, রাহাত, রাসেল আহম্মেদ, ফরিদ উদ্দিন ও শহিদুল ইসলাম।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল