গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে মামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ১৫:৫০
গ্রামীণ টেলিকম ভবনে হামলা ও দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদসহ ১৯ জনকে আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক পার্থ প্রতিম মামলাটি গ্রহণ করেন।
রাজধানীর শাহআলী থানাকে মামলাটি তদন্ত করে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গড়া প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের প্রধান কার্যালয়ে হামলা ও দখল করার উদ্দেশে চলতি বছরে ১২ ফেব্রুয়ারি হামলা চালানো হয়। এই হামলার নেপথ্যে ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ এবং ব্যারিস্টার মাসুদ আকতারসহ অনেকে।
তাদের বিরুদ্ধে দখল, ভাংচুর, লুটপাট ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
সূত্র : বিবিসি