আনিসুল হকের বান্ধবী তৌফিকার বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৯:৩২
আওয়ামী লীগ সরকারের সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের তৌফিকা করিম নামক এক বান্ধবীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অনুসন্ধান শুরু করেছে বিশেষ পুলিশ সুপার বা সিআইডি।
বুধবার সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওই নারী সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল। যিনি আইনপেশার সূত্রে আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।
তৌফিকা সাবেক মন্ত্রীর মদদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সিন্ডিকেট ও লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলেও জানান হয় এতে।
সিআইডি জানিয়েছে, তৌফিকা করিম ২০১৪ সাল থেকে বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্তন আদালতে খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি প্রদানসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জামিনসহ মামলার রায় পরিবর্তন করতে ভুমিকা পালন করতেন।
যে কারণে তৌফিকা করিমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি ।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা