০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

মো: জাহাঙ্গীর আলম চৌধুরী - ছবি : ইউএনবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি কীভাবে করা যায় সে চেষ্টা চলছে।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ঢাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আজকের সভায় ঢাকার আইনশৃঙ্খলা কীভাবে উন্নয়ন করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে, তবে আরো উন্নত করার জায়গা রয়ে গেছে।’

সভার সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে আপনার বলতেন, মোহাম্মদপুর একটা সময় ঝামেলাপূর্ণ এলাকা ছিল, বর্তমানে সহনীয় পর্যায়ে চলে আসছে। অন্যান্য এলাকায় এই মডেলে কাজ করা হবে।

তিনি আরো বলেন, রাস্তাঘাটে দোকানপাট বসে। এগুলোকে আপাতত যেন এখান থেকে সরিয়ে দেয়া হয়। আমি রাস্তার কথা বলছি, ফুটপাত নয়।

তিনি বলেন, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। একটা দোকান সরিয়ে দিলে কিছুক্ষণ পর আবার আরেকটা দোকান চলে আসে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

তিনি বলেন, ক্রিমিনাল যেই হোক, যে দলেরই হোক, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। সে যত বড় প্রতাপশালী হোক না কেন, ছাড় দেয়া হবে না। চাঁদাবাজী যেন কোনো অবস্থায় না হয়।

তিনি বলেন, সড়ক দখল করে যেন কোনো দোকান না বসে সেগুলো মনিটরিং করা হবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ দেয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে কথা বলব।

বৈঠকে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত ট্রাম্পকে দ্বিতীয়বার কেন সুযোগ দিয়েছে আমেরিকানরা নোয়াখালীতে করফাঁকি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহানকে অব্যাহতি ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব দিল আইআইজিএবি বাংলাদেশী নৌকাসহ জেলেদের অন্যায়ভাবে ধরে নেয়ায় জামায়াতের উদ্বেগ অর্থনৈতিক উন্নয়নে নৈতিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না : নেতাকর্মীদের তারেক রহমান বুদ্ধিমান উকিল ও বোকা গোয়ালার গল্প তরুণ প্রজন্ম ও ৭ নভেম্বরের বিপ্লব শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক দেয়ার আহ্বান আলেম সমাজের ঐতিহাসিক ৭ নভেম্বর : নির্মোহ দৃষ্টিতে

সকল