২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কারাগারে গান বাংলার তাপস, ৬ নভেম্বর রিমান্ড শুনানি

কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছে আদালত - ছবি : ইউএনবি

ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাইফুজ্জামান এ আদেশ দেন।

এর আগে, তাপসকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মো: মহিববুল্লাহ আদালতে উপস্থিত না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন।

উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। সেসময় ইশতিয়াকের পেটে গুলি লাগে।

এ ঘটনায় ২৯ অক্টোবর ইশতিয়াক বাদী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি তাপস।

সোমবার গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল ভারতে সাজা শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশী

সকল