০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া প্রকাশ

- ছবি : সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া-২০২৪ প্রকাশ করা হয়েছে।

প্রস্তুতকৃত অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা-২০২৪ (খসড়া) বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সকল জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকবৃন্দের মতামত লিখিত আকারে প্রদান করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি।

রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহম্মদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকবৃন্দ মতামত লিখিত আকারে আগামী ৭ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরে প্রেরণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে একটি ই-মেইল ও whatsapp নাম্বার দেয়া হয়েছে, সেখানেও নির্ধারিত সময়ের মধ্যে মতামত প্রেরণ করা যাবে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিগত ২১ সেপ্টেম্বর দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করেন। ওই অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন তিনি। ওই রোডম্যাপে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সুপ্রিম কোর্ট কর্তৃক একটি বদলি ও পদায়ন নীতিমালার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতির দিক-নির্দেশনা অনুসারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্তৃক অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা-২০২৪ এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পুরনো কাপড়ের দোকানে ভীড়, কমেনি কমেনি শীতের তীব্রতা ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত উত্তরা ও তুরাগ নদী-সংলগ্ন এলাকায় সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়

সকল