পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৪, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৬
বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬টি লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকার শাহবাগ থানায় নিয়ে আসা হয়।
গত ২৭ অক্টোবর শহীদুল ইসলামসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা