২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ : সাবেক ২০ মন্ত্রী-উপদেষ্টাকে হাজিরের নির্দেশ

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ : সাবেক ২০ মন্ত্রী-উপদেষ্টাকে হাজিরের নির্দেশ -

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০ জনকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের করা এক আবেদনে এ আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

আগামী ১৮ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি, শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আরেক উপদেষ্টা তৌফিক ই এলাহী, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জুনায়েদ আহমেদ পলক।

আরো রয়েছেন- রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘ঠাণ্ডা মাথায় নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করাই হয়নি, মারা যাওয়ার পরে লাশ পুড়িয়ে ফেলা, দাফন করতে না দেয়া, গুম করাসহ আরো যত আন্তর্জাতিক আইনানুযায়ী অমানবিক কাজ আছে তা তারা করেছে।’

এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরো ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্যে গ্রেফতার ছয়জনকে ২০ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তারা হলেন- আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মো: হাবিবুর রহমান, আব্দুল্লাহিল কাফি, আরাফাত হোসেন, মাজহারুল ইসলাম ও আবুল হাসান।

রাষ্ট্রপক্ষের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেছেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ফুটবলের ভেতর মিলল ২ কোটি টাকার হেরোইন নারায়নগঞ্জে বিএনপি নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ : মামলা, প্রকৌশলী বরখাস্ত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৪৮ ৫ বছর প্রেমের পর প্রেমিকা জানতে পারলেন প্রেমিক হিন্দু রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন : গ্রেফতার ২ ‘ফ্যাসিস্ট সরকারের উত্থানের জন্য মঈন-ফখরুদ্দিনেরও বিচার করতে হবে’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সকল