৬৬৯ জনকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ অক্টোবর ২০২৪, ২২:২৭
শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম প্রায় শিথিল হয়ে যায়। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার সাড়ে ছয় শ’র বেশি আইনজীবীকে রাষ্ট্রপক্ষে নিয়োগ দিয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
মোট ৬৬৯ জনকে ঢাকার বিভিন্ন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী ওমর ফারুক ফারুকীকে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের (দেওয়ানি) সরকারি কৌঁসুলি হিসেবে আইনজীবী আবুল খায়েরকে নিয়োগ দেয়া হয়েছে।
সরকার পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সংস্কারের অংশ হিসেবে এই নিয়োগই এক দিনে সর্বোচ্চ নিয়োগ।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা