০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

সুপ্রিম কোর্টের ২৯১ আইনজীবী আপিল বিভাগে তালিকাভুক্ত

- ছবি - ইন্টারনেট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২৯১ জন আইনজীবী আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত এবং আপিল বিভাগের ৫৪ জন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হলেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট এবং সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবী ও আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে আপিল বিভাগের অ্যাডভোকেট ও আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯১ জনকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত এবং ৫৪ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে।

৫৪ নতুন সিনিয়র অ্যাডভোকেট হলেন মো: সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ এবি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, একেএম মজিবুর রহমান, মো: হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো: শহীদুল করিম সিদ্দিক, মো: হেফজুল বারি, এবিএম বায়েজিদ, শাহ মো: খসরুজ্জামান, মো: খালেদ আহমেদ, মো: খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো: মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো: ইসরাফিল হোসেন, মো: ফারুক (এম ফারুক), মো: হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো: মফিজুর রহমান মজুমদার, মো: ফারুক আহমেদ, এএইচএম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন, বশির আহমেদ, নিতায় রায় চৌধুরী, এমএ কাইয়ুম চৌধুরী, মো: তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো: গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো: জাকির হোসেন, মো: শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো: সিরাজুল ইসলাম, মো: আব্দুল হক, মো: ফজলুর রহমান, মো: আব্দুল হাই, এজেডএম ফরিদুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো: জাহাঙ্গীর কবীর, একেএম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কেএস সালাহ উদ্দিন আহমেদ, শেখ মো: জাকির হোসেন ও মো: আসিফ হাসান।

এছাড়াও সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য ৪২ জন আইনজীবীর আবদেন স্ট্যান্ড ওভার রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘ইলিশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে’ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর করা হবে : অধ্যাপক মুজিবুর রহমান নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ইরানের যেসব স্থাপনায় হামলা করতে ইসরাইলকে নিষেধ করলেন বাইডেন প্রধান উপদেষ্টার সাথে সংলাপে যেসব বিষয় তুলে ধরেছে বিএনপি হালুয়াঘাটে আকস্মিক বন্যায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে ড. ইউনূসের শোক ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যা তাঁত শিল্পের বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার : বস্ত্র ও পাট উপদেষ্টা নাশকতার মামলায় ছাতকে আ’লীগ নেতা গ্রেফতার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরী হাশেম সাফিউদ্দিন নিহত!

সকল