দিল্লি অপরাধীদের আশ্রয় দিলেও সীমান্তে মানুষ হত্যা করে : রিজভী
- সিলেট প্রতিনিধি
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লি এ দেশের অপরাধীদের আশ্রয় দেয়, আবার সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে। আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পাশের দেশের ফায়দা লুটেছিল শেখ হাসিনা। দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এ জন্য গুম, খুন থেকে শুরু করে দেশের মানুষকে ক্রীতদাস করে রেখেছিলেন তিনি।
গতকাল বুধবার বিকেলে সিলেটে পুলিশের গুলিতে নিহত নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এ টি এম তুরাবের বাসভবনে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধিদল সিলেটে নিহত তুরাবের বাসায় যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় শহীদ সাংবাদিক এ টি এম তুরাবসহ ছাত্র-জনতার খুনিদের বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
রিজভী আরো বলেন, জনরোষে খুনি হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। তারা নানা অজুহাতে সক্রিয় হওয়ার ষড়যন্ত্র করছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।
এ সময় আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দসহ জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা