১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইসরাইল পরাজয় থেকে এক ধাপ দূরে : সাবেক মন্ত্রী

-

- গাজাযুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ
- ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সৈন্য নিহত
- নিহত আরো ৩২, প্রাণহানি ৪১ হাজার ছাড়াল

ইসরাইল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায়বিচার মন্ত্রী হাইম রামন। মঙ্গলবার ইসরাইলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না, সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।
অবরুদ্ধ গাজায় ১১ মাস ধরে চলা যুদ্ধে ইসরাইল কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। হাইম রামনের মতে, ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, ইসরাইল বিজয়ের পথে নেই, বরং কৌশলগত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়িতা এবং লক্ষ্য পূরণে অক্ষমতা নেতানিয়াহুর সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। হাইম রামনের এ বিবৃতি ইসরাইলি সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি ইঙ্গিত দেয় যে, সাম্প্রতিক যুদ্ধে ইসরাইল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে।

নিহত আরো ৩২, প্রাণহানি ছাড়াল ৪১ হাজার
গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরো ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৯৫ হাজার ফিলিস্তিনি। এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরো ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২০ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিরামহীন এই হামলায় আরো অন্তত ৯৪ হাজার ৯২৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, শেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩২ জন নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে গাজার সবাই এখন খাদ্যনিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সৈন্য নিহত
এএফপি জানায়, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতের হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় ইসরাইলি দুই সৈন্য নিহত ও আরো অন্তত সাতজন আহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের গোলার আঘাতে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিধ্বস্তের এই ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ইসরাইলি বাহিনী বলেছে, বিমানবিধ্বস্তের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সামরিক ওই বিমানটি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বিধ্বস্ত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ অন্দোলন হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায়। পরে সেদিনই গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। এরপর ২৭ অক্টোবর থেকে গাজায় সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু করে ইসরাইল। তখন থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত ৩৪৪ সৈন্য নিহত হয়েছেন। হামাস হামলা চালিয়ে ইসরাইলি ভূখণ্ড থেকে ওই দিন ২৫১ জনকে গাজায় বন্দী করে রাখে। কয়েক দফার চুুক্তিতে কয়েকজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন পর্যন্ত গাজায় তাদের হাতে অন্তত ৯৭ জন বন্দী অবস্থায় আছেন। এ ছাড়া বন্দী থাকাকালীন ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গাজায় চলমান ইসরাইলি হামলায় অন্তত ৪১ হাজার ২০ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় বলছে, গাজায় ইসরাইলি হামলায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ
সিএনএন জানায়, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ব্যস্ততম শহর মেলবোর্নে রাস্তায় নামে বহু মানুষ।
এ সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। যুদ্ধবিরোধী নানা ধরনের স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথে। একপর্যায়ে বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। ছোড়ে টিয়ার গ্যাস। ছড়ায় ব্যাপক সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর।

 


আরো সংবাদ



premium cement
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা

সকল