১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

ট্রাক চাপায় ৩ জনসহ সড়কে নিভে গেল ৭ প্রাণ

-


বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কলেজের ফলপ্রার্থী ছাত্রী মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন। নড়াইলে ট্রাকচাপায় একই স্থানে প্রাণ হারিয়েছেন তিন যুবক। মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য গতকাল সকালে বাবার সাথে মোটরসাইকেলে রংপুরের উদ্দেশ্যে রওনা হন আয়শা সিদ্দকা (১৯)। কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু পথে ঘাতক মাইক্রোচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিভে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন প্রদীপ। এ সময় গুরুতর আহত হন বাবা আনিছুর রহমান। আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র মেয়ে। এ বছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার। এ দিকে সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে পল্লী চিকিৎসক আনিছুর রহমানের বাড়িতে শতশত উৎসুক মানুষের ঢল নামে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনো আসেনি।
ছেলের সামনেই মায়ের মৃত্যু
ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা জানান, ফেনীর ফুলগাজীতে পিকআপ চাপায় ছেলের সামনেই মারা গেলেন জাহানারা আক্তার মুক্তা। গতকাল বুধবার সন্ধ্যায় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মা-ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুলগাজী ডাকবাংলার পাশে বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন সৌদি প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী মুক্তা (৩৫)। গতকাল সন্ধা সাড়ে ৬টার দিকে বাজারের সবজি রোডে কেনাকাটা করতে ছেলে আলিফকে (১২) নিয়ে বের হন তিনি। দ্রুতগামী পাথর বোঝাই পিকআপ কাঁচা বাজার সড়কে মা-ছেলেকে চাপা দেয়। এতে মুক্তা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত আলিফকে মুন্সিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ফুলগাজী থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও চালককে আটক করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা জানান, দাদীর মরদেহ দাফন করতে গিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া এলাকায় ট্রাকচাপায় তিন যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০), হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৫) ও রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫)। এ ছাড়া আহত হয়েছেন-হবিবার শেখের ছেলে কুইন শেখ (৩৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল তার দাদীর লাশ দাফনের জন্য মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প থেকে জিয়া, কুইন ও শামিমকে সাথে নিয়ে খাটিয়া নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। নড়াইল-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। এ দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। আহত কুইন শেখকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন হতাহতের ঘটনায় মাইটকুমড়া গ্রামে শোকের মাতম চলছে। দাদীর সাথে নাতিরও দাফনের ঘটনায় রাসেলদের পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। এ সময় বাইকের আরোহী গুরুতর আহত হন। গত মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের নাম আব্দুল হাকিম (২৭)। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাঁসাড়ায় এসে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে সিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাটোরের বাগাতিপাড়ার জুলফিকার আলী (৪৯) নামে এক শিক্ষক নিহত হয়েছেন, গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার বড়ালঘাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং তমালতলার চকহরিরামপুর গ্রামের জাহেদ আলীর ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি মোটরসাইকেলের চালক নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে রফিক সরকার নিহত হন এবং অপর মোটরসাইকেলের চালক বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং জুলফিকার আলী গুরুতর আহত হন।

 


আরো সংবাদ



premium cement
নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত

সকল