পাতাযুক্ত সাগর ড্রাগন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাগরের বিরল বিস্ময়কর প্রাণী পাতাযুক্ত সাগর ড্রাগন। এটি নামের মতোই দেখতে পাতালতার মতো। ইংরেজিতেথএকে ‘লিফি সি ড্রাগন’ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হলো ফাইকোডিউরাস ইক্যুয়েস।
অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অঞ্চলে এদের দেখা যায়। এদের উপস্থিতি সাগরের পানিতে একধরনের শিল্পের সৌন্দর্য এনে দেয়। এই প্রাণীর বৈশিষ্ট্য ও জীবনযাপন প্রকৃতির এক অসাধারণ চমক।
পাতাযুক্ত সাগর ড্রাগনের শরীরের সাথে পাতার মতো অঙ্গ রয়েছে, যা মূলত তার ছদ্মবেশের জন্য ব্যবহার হয়। সাগরের শৈবাল ও উদ্ভিদে মিশে যাওয়ার মতো করে এরা নিজেদের শিকারিদের হাত থেকে রক্ষা করে। এই পাতালতাসদৃশ অংশগুলো শুধু দেখতে পাতা নয়, বরং এগুলো শিকারি প্রাণীদের বিভ্রান্ত করার কাজেও আসে।
পাতাযুক্ত সাগর ড্রাগনের রঙ সাধারণত সবুজ, হলুদ ও বাদামি মিশ্রিত হয়, যা তার আশপাশের পরিবেশের সাথে মিলে যায়। এর চোখ খুবই তীক্ষè এবং ছোট ছোট পাখনার মাধ্যমে সে সাগরের পানিতে ধীরে ধীরে ভেসে চলে।
এই প্রাণিটি খুবই ধীরগতির এবং সাধারণত ছোট প্রাণী, যেমন চিংড়ি বা প্ল্যাঙ্কটন, খেয়ে বেঁচে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হলো, শিকার ধরার সময় প্রায় পুরোপুরি স্থির থাকতে পারে এবং খুব কম সময়ে তাদের ছদ্মবেশের জন্য শিকার ধরার সুযোগ তৈরি করে।
পাতাযুক্ত সাগর ড্রাগন সাধারণত ২০-২৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং প্রায় ১০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের প্রজননের সময় পুরুষ ড্রাগনই ডিম বহন করে, যা প্রকৃতির আরেকটি চমকপ্রদ দিক। মেয়ে ড্রাগন তার ডিম পুরুষের পুচ্ছ অংশে স্থাপন করে এবং পুরুষ ড্রাগন সেই ডিমগুলো নিয়ে যতœ করে। পাতাযুক্ত সাগর ড্রাগন বর্তমানে বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত। সমুদ্র দূষণ, বাসস্থান হারানো এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এই প্রজাতির জন্য হুমকিস্বরূপ। অস্ট্রেলিয়ায় এদের সুরক্ষার জন্য বিশেষ আইন এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা