খরতাপে পুড়ছে সিলেট
- সিলেট থেকে প্রতিনিধি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পূর্বাভাসে বৃষ্টির আভাস থাকলেও শুক্র ও শনিবার সিলেটে বৃষ্টির দেখা মিলেনি। ফলে ভাদ্রের খরতাপে পুড়ছে সিলেট, জনমনে বিরাজ করছে অস্বস্তি। গত ৩-৪ দিন ধরে তীব্র গরমে সিলেটের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনের বেলা বাইরে বের হলেই যেন শরীরে লাগছে আগুনের হলকা, পুড়ছে চামড়া। এ অবস্থায় বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা-ভ্যানচালক বা দিনমজুররা তীব্র গরমে করছেন হাঁসফাঁস।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দেশে সাধারণত মার্চ-জুন মাসে গরম বেশি থাকে। তবে এবার সিলেটে ফেব্রুয়ারি থেকে তাপ ছড়াতে শুরু করে সূর্য। মে মাসে সিলেটে এক দশকের রেকর্ড ভেঙে ছিল তাপমাত্রা। ২৫ মে বেলা ৩টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি বছরের- এমনকি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সিলেটে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রের্কড হয়েছিল।
এ বছর সূর্য তাপ ছড়াতে শুরু করলেই তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। ফলে সিলেটে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে।
গত তিন দিনের মতো শনিবারও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠে সিলেট। কমে যায় মানুষের চলাচল। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চাচ্ছেন না। বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষ একটু পরপর পান করছেন পানি, সতেজ রাখতে চেষ্টা করছেন নিজেদের। অনেকেই সড়কের পাশে বিক্রি করা ডাব, আইসক্রিম ও লেবুর শরবত কিনে খাচ্ছেন।
এদিকে, সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস থাকলেও হালকা বৃষ্টি হয়েছে সিলেটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা