১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গ্রীষ্মে মরুভূমি, বর্ষায় ছেড়ে দেয় পানি, এ কেমন বন্ধু : ডা: শফিক

ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত -


জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখে, আর বর্ষায় সময় একসাথে বাঁধের সব গেট খুলে দেয়। এ কেমন বন্ধু ভারত।
গতকাল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় পানিবন্দী দুর্গত বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, আমরা শুনে আসছি, প্রতিবেশী ওই দেশ আমাদের সবচেয়ে বড় বন্ধু। গ্রীষ্মে যখন পানির প্রয়োজন হয়, তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে দেয়। গ্রীষ্মে বানায় মরুভূমি, আর বর্ষার সময় পানি ছেড়ে দেয়। আমরা অবাক। তিনি বলেন, আমাদের একটা সরকার ছিল, সাড়ে ১৫ বছর। তারা বলত আমাদের দেশকে সিঙ্গাপুর বানিয়ে ছাড়ছে। এ হলো সিঙ্গাপুরের দৃশ্য। তারা বলত এটা কানাডা, এ হলো কানাডার দৃশ্য। এগুলো সব ছিল মিথ্যা। তারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ তার নিজের বাসায় একটা পর্দা টানালে বলত- এ ঘরে জঙ্গি আছে। ওদের মাথায়, ওদের মগজে সব সময় জঙ্গি জঙ্গি ভাব ছিল। আসল জঙ্গি তারা। তারা মাথায় হেলমেট হাতে মুগুর নিয়ে মানুষের ওপর আক্রমণ চালায়। এরাই আসল জঙ্গি।

ডা: শফিকুর রহমান বলেন, আমাদের ছাত্র, তরুণ, যুবসমাজ তাদের সামনে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে গুলি নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করল, তাকে পালাতে হবে কেন? তারা বলত- আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠায়েছে।
তিনি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন। চিরতরে যেন এ জালিমের বিদায় হয়। আর কোনো জালিমের আগমন না ঘটে। দেশ যেন সুবিচারের ওপর প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা মা-বোন, ভাইয়েরা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে। ইজ্জত, দ্বীন, ঈমান, ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা দ্বীন মোহাম্মদ, সহসেক্রেটারী মাওলানা এটিএম মা’ছুম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহসেক্রেটারি অ্যাডভোকেট নাছির উদ্দিন মাহমুদ, জেলা সহকারী সেক্রেটারি ও জেলা প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ, সরদার সৈয়দ আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, শহর আমির আবু ফারাহ নিশান, শিবিরের শহর সভাপতি আরমান পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

নোয়াখালীতে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন
নোয়াখালী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন যাদের ঘরবাড়িতে পানি ঢোকেনি তারা বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন। আমরা আল্লার কাছে দোয়া করব আল্লাহ জমিনকে বলো পানিগুলো শোষণ করে নেয়ার জন্য। দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, আগামী ১ সপ্তাহ কোনো কাজ নেই শুধু বন্যার মানুষের কাছে যাবেন তাদের সাহায্য করবেন। তিনি গতকাল দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পূর্ব বাজারের বন্যাদুগর্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

কমলনগর ও রামগতিতে ত্রাণ বিতরণ
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত দুর্গত মানুষের জন্য ত্রাণসহায়তা নিয়ে ছুটে এসেছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। রামগতি উপজেলার শেখের কেল্লা ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ত্রাণ বিতরণ-পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, কমলনগর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা আমির ডা: নুর উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা আবুল খায়ের, জামাল উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা রিজওয়ানা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু তাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ আমতলীতে ছাত্রলীগ নেতার অস্ত্রের আঘাতে যুবদল নেতা জখম সামিটের এলএনজি টার্মিনালের মেরামত সম্পন্ন, পরিষেবা পেতে লাগবে ২০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর খাদ্যনিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা

সকল