০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মালদ্বীপ বিক্ষোভকারী বাংলাদেশীদের ফেরত পাঠাবে

-

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মালদ্বীপের একটি আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশীদের আটক করে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান।
গত ২৪ জুলাই মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। মন্ত্রী আলী ইহসান বলেছেন, বিদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন না- এটা অভিবাসী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, প্রকাশ বাংলাদেশের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে থীনাধু নামক একটি আইল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন বলে স্থানীয় গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশ হয়। এই বিষয়ে দ্বীপ দেশ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর ও দূতালয় প্রধান সোহেল পারভেজ সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা ও ভাবমূর্তি রক্ষায় দেশটির আইন অমান্য করে কোনো ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ না করার অনুরোধ জানান হয়েছে।

 


আরো সংবাদ



premium cement