০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কারফিউ চালাকালেও যানজটে স্থবির রাজধানী

কারফিউ চলাকালে গতকাল রাজধানীতে ছিল যানজট। ছবিটি ইত্তেফাকের মোড় থেকে তোলা : নয়া দিগন্ত -

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ঠেকাতে জারি করা নির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যেও তীব্র যানজটনে স্থবির ছিল রাজধানী ঢাকা। দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবারও সাত ঘণ্টা শিথিল করা হয়েছিল কারফিউ। এতে সকাল থেকেই অফিস-আদালত এবং স্বাভাবিক কাজে বের হয়েছেন নগরবাসী। একসাথে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্টি হয় যানজট। তবে গণপরিবহন কম থাকায় রিকশা অথবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের পৌঁছাতে হয়েছে গন্তব্যে। অনেককে আবার হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ির দখলে ছিল সড়ক। প্রধান প্রধান সড়কে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা বেশি দেখা গেছে।
মহাখালী, তেজগাঁও ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তান, মতিঝিল এলাকায় অন্যান্য কর্মদিবসের মতোই যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। মোহাম্মদপুর থেকে কলাবাগানে হেঁটে কাজে যাচ্ছিলেন ঠিকাদার খলিলুর রহমান। বেলা ১১টার পর ধানমন্ডি-২৭ নম্বর মোড়ে তার সাথে কথা হয়। তিনি বলেন, ‘কারফিউয়ের মধ্যেও প্রতিদিন কাজ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি। ছোট কাজ হওয়ায় আমি নিজেও করছি। অটোরিকশায় উঠলেই নানা কারণ দেখিয়ে ভাড়া বেশি চায়। তাই হেঁটেই রওনা দিয়েছি।’
আরেক যাত্রী সুমন মিয়া বলেন, ‘কালও বাসা থেকে বের হয়ে ভেঙে ভেঙে অফিসে গেছি। কিছু পথ রিকশায় আবার কিছু পথ হেঁটে যেতে হয়েছে। আজো (গতকাল) বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে রিকশায় উঠেছি।’
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, গতকাল সড়কে যেমন যানবাহনের চাপ ছিল, সেটি গতকাল দুপুর পর্যন্ত তেমন দেখা যায়নি। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি রয়েছে অনেক। কারফিউ চলা অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। তাই আজ সড়ক ফাঁকাই আছে, তেমন যানজট নেই।’


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল