১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কারফিউ চালাকালেও যানজটে স্থবির রাজধানী

কারফিউ চলাকালে গতকাল রাজধানীতে ছিল যানজট। ছবিটি ইত্তেফাকের মোড় থেকে তোলা : নয়া দিগন্ত -

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ঠেকাতে জারি করা নির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যেও তীব্র যানজটনে স্থবির ছিল রাজধানী ঢাকা। দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবারও সাত ঘণ্টা শিথিল করা হয়েছিল কারফিউ। এতে সকাল থেকেই অফিস-আদালত এবং স্বাভাবিক কাজে বের হয়েছেন নগরবাসী। একসাথে অনেক মানুষ বের হওয়ায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্টি হয় যানজট। তবে গণপরিবহন কম থাকায় রিকশা অথবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের পৌঁছাতে হয়েছে গন্তব্যে। অনেককে আবার হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ির দখলে ছিল সড়ক। প্রধান প্রধান সড়কে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা বেশি দেখা গেছে।
মহাখালী, তেজগাঁও ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, গুলিস্তান, মতিঝিল এলাকায় অন্যান্য কর্মদিবসের মতোই যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। মোহাম্মদপুর থেকে কলাবাগানে হেঁটে কাজে যাচ্ছিলেন ঠিকাদার খলিলুর রহমান। বেলা ১১টার পর ধানমন্ডি-২৭ নম্বর মোড়ে তার সাথে কথা হয়। তিনি বলেন, ‘কারফিউয়ের মধ্যেও প্রতিদিন কাজ সীমিত আকারে চালিয়ে যাচ্ছি। ছোট কাজ হওয়ায় আমি নিজেও করছি। অটোরিকশায় উঠলেই নানা কারণ দেখিয়ে ভাড়া বেশি চায়। তাই হেঁটেই রওনা দিয়েছি।’
আরেক যাত্রী সুমন মিয়া বলেন, ‘কালও বাসা থেকে বের হয়ে ভেঙে ভেঙে অফিসে গেছি। কিছু পথ রিকশায় আবার কিছু পথ হেঁটে যেতে হয়েছে। আজো (গতকাল) বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে রিকশায় উঠেছি।’
তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বলেন, গতকাল সড়কে যেমন যানবাহনের চাপ ছিল, সেটি গতকাল দুপুর পর্যন্ত তেমন দেখা যায়নি। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি রয়েছে অনেক। কারফিউ চলা অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। তাই আজ সড়ক ফাঁকাই আছে, তেমন যানজট নেই।’


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল