১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

হেলথ টিপস

-

নানা জটিলতায় অতিরিক্ত দুশ্চিন্তা এখন একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই। যদিও দুশ্চিন্তামুক্ত থাকাও সহজ নয়। তবে টেনশনমুক্ত জীবনযাপনে বিশেষজ্ঞরা বলছেন, সহজ কিছু উপায় নিয়মিত মেনে চললেই অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে দূরে রাখা যায়।
চিকিৎসকরা বলছেন, টেনশন বা দুশ্চিন্তাই রোগকে আমন্ত্রণ জানানোর দরজা হিসেবে কাজ করে। এর হাত ধরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি অসুখগুলো। তাই অসুখের হাত থেকে বাঁচতে হলে টেনশন থেকে মুক্ত থাকতেই হবে।
মনোবিদরা বলছেন, টেনশন থেকে সহজেই মুক্ত থাকতে সহজ কিছু উপায় নিয়মিত মেনে চলা যায়। যেমন-১. দীর্ঘ শ্বাস-প্রশ্বাস: প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস মানুষকে অনেকটাই টেনশনমুক্ত রাখার চেষ্টা করবে। এর জন্য চোখ বন্ধ করে কিছু সময় একান্ত মনে কোনো কিছু না ভেবে বসে থাকা আর দীর্ঘ শ্বাস-প্রশ্বাস নেয়ার অভ্যাস করতে হবে, যা দুশ্চিন্তা বা টেনশনকে অনেক দ্রুত কমাতে পারে। ২. বিশ্রাম ও ঘুম: দ্রুত টেনশন বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বিশ্রাম বা ঘুমের কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় গভীর ঘুমের পর মানসিক চাপ অনেকটা কমে যায়। একই সঙ্গে নিজেকে লাগে আরো সতেজ ও প্রাণবন্ত। ৩. গান: দুশ্চিন্তার সময় কখনো দুঃখের গান বা সুর শোনা যাবে না। বরং মন ভালো করে দেয়ার মতো সুরের গান বা ভালোবাসার গানও শুনতে পারেন। এতে মনের ওপর চাপ খুব সহজেই দূর হয়ে যায়। ৪. তাজা ফুলের সুগন্ধ ও সুগন্ধী মোমবাতি: খুব টেনশনের সময় তাজা ফুলের সুগন্ধ নিতে পারেন। ঘরে সুগন্ধী মোমবাতিও জ্বালাতে পারেন। অ্যারোমাথেরাপির নিয়মিত এ অভ্যাস অনেকটাই মনের চাপ কমিয়ে দেয় বলে মত মনোবিদদের। ৫. ডায়েট ও শখ: মন খারাপ আর দুশ্চিন্তায় ডুবে গেলে মনকে অন্যদিকে ঘোরাতে গল্পের বই পড়তে পারেন। কিংবা আপনার যা করতে ভালো লাগে সেটি করতে চেষ্টা করুন। টেনশন কমাতে পার্লার, শপিং কিংবা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।
যেসব খাবার দুশ্চিন্তা কমায় : ডায়েটেশিয়ানরা বলছেন, কিছু খাবার রয়েছে যা দ্রুত টেনশনের চাপ কমাতে পারে। স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট ও পটাশিয়াম জাতীয় খাবার ডায়েটে রাখুন। এ ছাড়া টক দই, ডার্ক চকলেট, হলুদ, রসুন, বাদাম, ওট, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, গ্রিন টি ও বেরি জাতীয় খাবারগুলো ম্যাজিকের মতো দুশ্চিন্তা কমাতে পারে। সূত্র ইন্টারনেট


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল