১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতা

শুক্রবারের বৃষ্টিতে বুয়েটের স্টাফ কোয়ার্টারে জলাবদ্ধতা গতকালও নিরসন হয়নি : নয়া দিগন্ত -


শুক্রবার সকালের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার এক দিন পরও গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। এখনো পুরোপুরি জলাবদ্ধতার সঙ্কট কাটেনি এসব এলাকায়। এতে ভোগান্তির মুখে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

শুক্রবার সকালে প্রায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিতে পুরো রাজধানী পানিতে তলিয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, বৃষ্টিতে এত পানি জমেছে যে শুধু ধোলাইখাল ও টিটি পাড়া পাম্প স্টেশনের মাধ্যমে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময়ে ১৪৩ কোটি ৫৫ লাখ লিটার পানি অপসারণ করা হয়েছে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল বিকেল পর্যন্তও বুয়েট স্টাফ কোয়ার্টার, নিউমার্কেট ও সংলগ্ন এলাকা, আজিমপুর, নিউ পল্টন লাইন, কলাবাগান, কাঁঠালবাগান ও গ্রিন রোড এলাকা, জুরাইন মাদরাসা রোড, মুগদার কয়েকটি এলাকায় জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া গতকাল সকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সামনে রাস্তা, কার্জন হল এলাকা, লালবাগের বকশিবাজার ও খাজে দেওয়ান এলাকা পানিতে ডুবে থাকতে দেখা যায়।

এ ছাড়া বিভিন্ন এলাকার সড়কের পথিমধ্যে কোথাও কোথাও রাস্তা ভাঙা ও পানি জমে থাকায় ভোগান্তির শিকার হয়েছেন পথচারীরা।
জানা যায়, গত চার বছরে ঢাকার দুই সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে ৭৩০ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত চার বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছে প্রায় ৩৬০ কোটি টাকা। অন্য দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনও জলাবদ্ধতা নিরসনে চার বছরে খরচ করেছে প্রায় ৩৭০ কোটি টাকা। কিন্তু তার পরও জলাবদ্ধতা নিরসন হয়নি। কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকাতে নারাজ সিটি করপোরেশন। ডিএসসিসির পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন ডেকে জলাবদ্ধতার জন্য বেশি বৃষ্টি হওয়া ও জনগণের পলিথিন রাস্তায় ফেলে দেয়াকে দায়ী করা হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নর্দমাগুলোর ৫০ ফুট অন্তর অন্তর যে ক্যাচপিট রয়েছে সেগুলো ঠিক মতো পানি নিষ্কাশন করতে পারছে না। নগরবাসী অভ্যাসগত কারণে যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলছে। বৃষ্টি হলে সেগুলো ক্যাচপিটে গিয়ে জমা হয়। আমরা লোকবল দিয়ে এক দিকে পরিষ্কার করছি আবার অন্য দিকে সেগুলো আটকে যাচ্ছে। ফলে পানি সরতে দেরি হয়েছে। আর পানি সরতে বিলম্ব হলেই স্বাভাবিকভাবে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনের সুফল পেতে নগরবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানান এ কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
সারাদেশে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে : ধর্ম উপদেষ্টা আফগানিস্তানের তিনটি প্রদেশে মানুষসহ জীবন্ত কোনো প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ ভ্যান হারিয়ে দিশেহারা বক্কারের মুখে হাসি ফোটাল জামায়াত তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে : ডা. ইরান শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপট তার পতনের কারণ : ড. রেজাউল ভারতের উপর কানাডা নিষেধাজ্ঞা জারি করলে কোন দেশের বেশি ক্ষতি হবে শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ‘আ’লীগ মেগা প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি করেছে’ ‘সন্তান নিতে ভয়ের’ কারণ খুঁজতে চীনে সমীক্ষা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সকল