বিএনপি নেতাসহ নিহত ৫
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া পটিয়ায় একটি ট্রাকের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন ও মুন্সীগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরবাইক মেকানিক নিহত হয়েছেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কামরুল আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও কার্ভাডভ্যান মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল ঘটনাস্থলে মারা যান।
কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় একটি লবণবোঝাই ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক, এক নারী ও একটি শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের মিলিটারি পোলের পটিয়া প্রান্তে হাক্কানী পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে গেলে অটোচালকসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন- পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মাদ আলীর মেয়ে রুমি আকতার (৩০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ফাহিম (৫) ও অটোরিকশার চালক বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফ এলাকার সোনামিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫৭)।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক জসীম উদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও লবণবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরবাইক মেকানিক নিহত হয়েছেন। তার নাম নেওয়াজ শেখ (১৯)। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা-মালখানগর সড়কে মুস্তফাগঞ্জ মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেওয়াজ উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আলমগীর শেখের ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা