খুলনায় কৃষকলীগ নেত্রী হালিমাসহ গ্রেফতার ১৪
- খুলনা ব্যুরো
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
পুলিশের ওপর হামলা এবং ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে কৃষকলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার খালিশপুর থানা পুলিশ নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদের গ্রেফতার করে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদককারবারি পলাশকে গ্রেফতার করতে হালিমার বাস্তুহারার বাড়িতে অভিযান চালানো হয়। পলাশকে গ্রেফতারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে আহত করে। এ সুযোগে পলাশ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আরো পুলিশ যায়। রাত ১টা পর্যন্ত ঐ বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৪ জনের মধ্যে দুই জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ইয়াছিন ও মিনার। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া পলাশকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে চারজন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা