১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

কলেজছাত্রসহ নিহত ৪

-

বগুড়ার শেরপুর, চাঁদপুরের মতলব (দক্ষিণ) এবং ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক, এক কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন মিয়া (১৭) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত মোতালেব হোসেন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামানিকের ছেলে। জানা যায়, গত বুধবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ফাইভ স্টার নামে একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোতালেব হোসেন ও নয়ম মিয়া নামে দু’জন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মোতালেব হোসেন মারা যায়।
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) ও শাহীন খান (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম হাইমচর উপজেলার নয়ানি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দীন মোহাম্মদের পুত্র এবং শাহীন খান একই এলাকার নজরুল ইসলাম খানের পুত্র।
গত বুধবার সকালে তারা চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে সাইফুল ও শাহিন বাড়ির দিকে রওনা হন। বৃষ্টি ভেজা রাস্তায় স্লিপ কেটে মোটরসাইকেলটি পড়ে যায়। মোটরসাইকেলটি বেপরোয়া গতির হওয়ায় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। শাহীন খানকে গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে তিনিও মারা যান।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপা- হাটফাজিপুর সড়কের রয়েড়া বাজারসংলগ্ন আখের মিলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় রমিজ উদ্দিন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রমিজ উদ্দিন শৈলকুপা উপজেলার বোড়ামারা গ্রামের আদিল উদ্দিনের ছেলে এবং বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। জানা গেছে দুপুরে বাড়ি থেকে শৈলকুপা আসার সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement