১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তালায় যুবক ও শেরপুরে কিশোরের লাশ উদ্ধার

-

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার শেরপুরে স্থানীয় পুকুরে ভাসমান বস্তার ভেতর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি ও তালা সংবাদদাতা জানান, সাতক্ষীরা তালার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের নাম পরিচয় জানা যায়নি। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরো জানান, লাশের পাশ থেকে দু’টি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরের কুসুম্বি ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। শিশু তামিম দক্ষিণ আমইন গ্রামের মুকুল হোসেনের ছেলে। সে কেল্লাপোষীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর অনিয়মিত ছাত্র। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী প্রথমিকভাবে ধারণা করছে তামিমকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে পুকুরে ফেলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিশোর তামিম বাড়িতে মা আর দাদির সাথে থাকত। গতকাল বুধবার সকালে অসুস্থ মায়ের জন্য পানি আনতে ঘর থেকে বের হয় তামিম। এরপর বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করা হয়। সারা দিন খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে শেরপুর থানায় জিডি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে স্থানীয়রা বস্তা ভাসতে দেখে। পরিবারের লোকজন খবর পেয়ে বস্তা খুলে ভেতরে তামিমের লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
তামিমের বাবা মুকুল হোসেন বলেন, ‘ছেলে নিখোঁজের খবর পেয়ে আমি ঢাকা থেকে রাতেই বাসায় আসি। সকালে ছেলেকে খুঁজতে বের হই। সকাল সাড়ে ৯টায় স্থানীয় মান্নান আমাকে তাদের পুকুরে একটি বস্তা ভেসে থাকার খবর জানালে বস্তা খুলে আমার ছেলের লাশ দেখতে পাই।


আরো সংবাদ



premium cement
ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২

সকল