১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পথ হারিয়ে জঙ্গলে ১০ দিন!

-

মাত্র তিন ঘণ্টার জন্য হাঁটতে বেরিয়েছিলেন। চেনা পরিচিত রাস্তায় হাঁটতে গিয়ে যে তার জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি বছর চৌত্রিশের লুকাস ম্যাকক্লিশ। উত্তর ক্যালিফোর্নিয়ার সান্টা ক্রুজের পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন লুকাস। কিছুক্ষণ চলার পর দিক্ভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলেন। অবশেষে ১০ দিন পর লুকাসকে জঙ্গলে খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।
গত ১১ জুন পথ চলা শুরু করেছিলেন লুকাস। যাত্রাপথ মাত্র তিন ঘণ্টার হওয়ায় সাথে ছিল না বিশেষ কিছুই। এমনকি, মোবাইলফোনও ছিল না সাথে। লুকাসের পরিবারের লোকেরাও তার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন না কিছু। ১৬ জুন পারিবারিক নৈশভোজে লুকাস যোগ না-দেয়ায় তারা চিন্তায় পড়ে যান। খবর দেয়া হয় পুলিশে। শুরু হয় খোঁজ।
পথ হারিয়ে জঙ্গলে ৯ রাত, ১০ দিন কাটানোর পর লুকাসের খোঁজ মেলে। শেরিফের অফিস থেকে জানানো হয়, অনেকেই জঙ্গল থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পেয়েছেন বলে জানিয়েছিলেন। কিন্তু ঠিক কোন জায়গা থেকে সেই শব্দ আসছিল তা বোঝা যাচ্ছিল না। লুকাসকে খুঁজতে ড্রোনের সাহায্য নিয়েছিল সান্টা ক্রুজ। শেরিফের অফিস। কে-৯ স্নিফার কুকুরের সাহায্যও নেয়া হয়েছিল।
উদ্ধারকারীদের দেখে কান্নায় ভেঙে পড়েন লুকাস। তত দিনে ১৩ কেজি ওজন কমে গিয়েছে তার। প্রাথমিক চিকিৎসার পর তার শরীরে বড় কোন আঘাতের চিহ্ন মেলেনি। লুকাস বলেন, ‘সারা বছরের হাঁটা এই ১০ দিনে হেঁটে নিয়েছি। ঝরনা থেকে জুতোয় ভরে পানি খেয়েছি। বুনো ফল খেয়ে দিন কাটিয়েছি। সাহায্যের জন্য চেঁচিয়ে গলা ধরা গিয়েছে। আমি ক্লান্ত।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement