কাপাসিয়ায় পারিবারিক কলহে মেয়েকে কুপিয়ে মারলেন বাবা
- গাজীপুর জেলা প্রতিনিধি
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে নিজ মেয়ে স্মৃতি আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছেন বাবা সারফুদ্দিন। বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার বিবাহিত। তার স্বামী দুবাই প্রবাসী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কালীগঞ্জের ডুবুদিয়ায় তার শ্বশুরবাড়ি। গত ঈদে তিনি মায়ের কাছে বেড়াতে আসেন। ধরপাড়া ইউনিয়নের সদস্য আতিকুল ইসলাম জানান, সারফুদ্দিন চারটি বিয়ে করেছেন। নিহত স্মৃতি আক্তার তার প্রথম সংসারের মেয়ে। সারফুদ্দিন তার ভাই রেফাজ উদ্দিনের বাড়িতে থাকেন।
স্মৃতি আক্তার সকালে তার মাকে নিয়ে রেফাজ উদ্দিনের বাড়ির পাশে গাছ থেকে কাঁঠাল পাড়তে করতে গেলে সারফুদ্দিনের সাথে মা-মেয়ের কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সারফুদ্দিন তার হাতে থাকা দা দিয়ে মেয়ে স্মৃতি আক্তারকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে সারফুদ্দিন পালিয়ে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা