১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

বগুড়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জামালপুরে প্রাণ গেল শতবর্ষী মহিলার
-

বগুড়ায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া জামালপুরে মোটরসাইকেল চাপায় শতবর্ষী এক মহিলার মৃত্যু হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়া শহরের বনানী এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, ভোর ৪টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি নৈশকোচের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী মারা যান। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম এবং চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল চাপায় আজিরন বেওয়া (১০৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগাগড় শিমলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সকাল শিমলতলা গ্রামের শতবর্ষী আজিরন বেওয়াকে একই এলাকার সাদা মিয়ার ছেলে রাজু মোটরসাইকেল চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আজিরন বেওয়া ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক মোটরসাইকেল চালক রাজু পলাতক রয়েছে। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে বাংলা একাডেমির মহাপরিচালককে স্মারকলিপি জনআকাঙ্ক্ষা ও সরকারের পথচলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা

সকল