১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হজের পর ওমরাহ পালন শুরু

-

পবিত্র হজের পর আবারো শুরু হয়েছে ওমরাহ পালন। মহররমের ১ তারিখ থেকে ওমরাহ পালনের জন্য পবিত্র কাবা প্রস্তুত করেছে সৌদি আরব। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহযাত্রীরা সৌদি আরব যাওয়া শুরু করেছেন। বাংলাদেশ থেকেও গত রোববার প্রথম দু’টি গ্রুপে ওমরাহযাত্রীরা জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার পর সোমবার ভোরে তারা সৌদি আরব পৌঁছেছেন।
বেসরকারি এজেন্সি আবাবিল হজ গ্রুপের ৩৩ জনের ওমরাহযাত্রী দল রোববার সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিকেল ৪টা ২৫ মিনিটে ইন্ডিগো ফ্লাইট নং ৬ ই ১১০৪ (এ ৩২১) যোগে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে তিনি বাংলাদেশী ওমরাহযাত্রীদের ই-ভিসা ইস্যু করায় রাজকীয় সৌদি সরকারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। প্রথম ওমরাহযাত্রী দল সৌদি যাওয়া শুরু করায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, সৌদির পবিত্র মক্কা-মদিনায় এসব ওমরাযাত্রীর আবাসন ও ট্রান্সপোর্টসহ যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আগামী ১৯ জুলাই এসব ওমরাযাত্রীর মদিনা থেকে দেশে ফেরার কথা রয়েছে। এ দিকে রাজশাহী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী মুফতি মুস্তাফিজুর রহমান জানান, গত রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং (বিজি-১৩৫) যোগে রাজশাহী ট্রাভেলসের তিনজন প্রথম ওমরাহযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গত সোমবার ভোরে তারা জেদ্দায় পৌঁছান। তিনি বলেন, এসব ওমরাযাত্রীর মক্কা-মদিনায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ১৫ দিন পর তারা দেশে ফিরবেন। এ ছাড়া সোমবার রাজশাহী ট্রাভেলসের মাধ্যমে আরো আটজন সৌদিয়া এয়ারলাইন্সে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এরপর গত ২০ জুন থেকে দেশে ফেরা শুরু করেন হাজীরা। গতকাল পর্যন্ত ৬০ হাজারের বেশি হাজী দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ জন পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে ৬০ জন হজে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। আগামী ২২ জুলাই হজযাত্রীদের সর্বশেষ ফ্লাইট দেশে আসার কথা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল