১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুবদলের নতুন সভাপতি মুন্না সম্পাদক নয়ন

-

বিলুপ্তির ২৫ দিনের মাথায় জাতীয়তাবাদী যুবদলের নতুন ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সকালে এ কথা জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মুন্না বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতি ছিলেন।
নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।
গত ১৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতান সালাউদ্দিন টুকু ও এম মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়।
২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের আংশিক কমিটি দেয় বিএনপি। এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছিল।

 


আরো সংবাদ



premium cement